হাত-পা বেঁধে বাড়িতে ডাকাতি - retired Government Employee in Ashoknagar
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4972240-thumbnail-3x2-decoity.jpg)
অবসরপ্রাপ্ত সরকারি কর্মী সৌমেন চট্টোপাধ্যায়ের বাড়িতে লুটপাট চালাল চার দুষ্কৃতী । গত রাতে দুষ্কৃতীরা সৌমেনবাবুর বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে নগদ টাকা, সোনার গয়না ও অন্যান্য সামগ্রী মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার জিনিসপত্র নিয়ে চম্পট দেয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় । অশোকনগরের প্রফুল্লনগর এলাকার ঘটনা ।