Cycle Rally : সম্প্রীতি ও পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে মহারাষ্ট্র থেকে বাংলাদেশে সদভাবনা সাইকেল যাত্রা - অমৃত মহোৎসব
🎬 Watch Now: Feature Video
পরিবেশ সচেতনতায় বার্তা দিয়ে শতাধিক সাইকেল আরোহীকে নিয়ে 3 হাজার কিলোমিটারের সদভাবনা যাত্রার সূচনা হয়েছে মহারাষ্ট্র থেকে । ভারতের স্বাধীনতার 75 বছর, বাংলাদেশের স্বাধীনতার 50 বছর, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জন্মশতবর্ষে 'স্নেহালয়' নামক একটি সংস্থার উদ্যোগে মহারাষ্ট্রের আহম্মদনগর থেকে বাংলাদেশের নোয়াখালি গিয়ে শেষ হবে সাইকেল যাত্রা ৷ 16 ডিসেম্বর নোয়াখালি পৌঁছানোর কথা ৷ বৃহস্পতিবার সারাদিন মেদিনীপুর শহরে থেকে শুক্রবার ভোরে কোলাঘাটের উদ্দেশে রওনা দেয় দলটি । মহারাষ্ট্র, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওডিশা, পশ্চিমবঙ্গ এই 5টি রাজ্য অংশ নিয়েছে ৷