মাস্ক ছাড়াই প্যান্ডেল হপিং একাংশের, মালদায় শিকেয় উঠল সামাজিক দূরত্ব - Durgapuja 2020
🎬 Watch Now: Feature Video
“নজর হটি, দুর্ঘটনা ঘটি…” না কোনও বিজ্ঞাপন নয় । মহানবমীর রাতে মালদা শহরের রাস্তার ছবি দেখে এমনই মনে করছে শহরের একাংশ । পুজোর প্রথম তিনদিন মালদা শহরের রাস্তায় ভিড় না দেখা গেলেও, নবমীর সন্ধে থেকেই ভিড় বাড়ছিল রাস্তায় । মাস্ক ছাড়াই অনেককে প্যান্ডেল হপিং করতে দেখা যায় । সামাজিক দূরত্ব ছিল না । মণ্ডপের ভিতরে প্রবেশ করে চলছিল প্রতিমা দর্শন । অন্যদিকে , রাস্তায় পুলিশকর্মীরাও তৎপর ছিল । তাঁরা ক্রমাগত দর্শনার্থীদের মাস্ক পরতে বাধ্য করছিলেন , স্যানিটাইজ়ার দিচ্ছিলেন । কিন্তু পুলিশের নজর এড়াতেই ফের কখনও গলায় নেমে আসছিল মাস্ক, কখনও আবার হ্যান্ড ব্যাগের মতো হাতে ঝুলতে দেখা যাচ্ছিল । ফলে, জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের ।