"জনতা কারফিউ" চলাকালীন মাংসের দোকানে ভিড় হুগলিতে - হুগলিতে লাইন দিয়ে মাংস কেনার হিড়িক
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-6508070-thumbnail-3x2-hgl.jpg)
একদিন কারফিউ পালন করে কী লাভ হবে? এমনই বক্তব্য শোনা গেল হুগলির বাসিন্দাদের গলায় ৷ কোরোনার মোকাবিলায় সারা দেশ যখন "জনতা কারফিউ" পালন করছিল তখন অন্য ছবি দেখা গেল হুগলিতে ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই চুঁচুড়া স্টেশন রোড ও খাদিনা মোড় সহ একাধিক এলাকায় মুরগি ও খাসির মাংসের দোকানে লাইন দিয়ে মাংস কিনলেন চুঁচুড়ার বাসিন্দারা ৷