পশ্চিম মেদিনীপুরে বনধের প্রভাব - cpim agitation in west midnapore
🎬 Watch Now: Feature Video
বাম শ্রমিক সংগঠন সহ ডানপন্থী শ্রমিক সংগঠনের ডাকা বন্ধের প্রভাব পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে দেখা গেল । সকাল থেকেই বনধ সফল করতে রাস্তায় নামে ধর্মঘটীরা । বেশ কিছু দোকানপাট খুললেও রাস্তায় যানবাহনের সংখ্যা অত্যন্ত কম ছিল । এছাড়া রাস্তায় চলা যানবাহন বন্ধ করতে বনধ কর্মীরা যেমন তৎপর, তেমন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাস্তায় মোতায়েন ছিল পুলিশ । এমনই ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় ।