CP Soumen Mitra : অবসরের বাকি চারদিন, পার্কস্ট্রিটে বড়দিনের অনুষ্ঠানে আবেগতাড়িত কলকাতার নগরপাল - CP Soumen Mitra
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14026159-thumbnail-3x2-cp.jpg)
আর চারদিন পরেই কলকাতা নগরপাল হিসেবে তাঁর মেয়াদ শেষ ৷ 31 ডিসেম্বর কলকাতা পুলিশ কমিশনার পদে শেষ দিন সৌমেন মিত্রের ৷ তার আগে আবেগের সুর শোনা গেল নগরপালের গলায় (CP of kolkata Soumen Mitra gets emotional before his retirement) ৷ পার্কস্ট্রিটের অ্যালেন পার্কে বড়দিনের একটি অনুষ্ঠানে যোগ দেন সিপি ৷ অনুষ্ঠান ছেড়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন, কলকাতা পুলিশের ব্যপ্তি বিশাল ৷ এই অর্গানাইজেশন কারও জন্য থেমে থাকে না ৷