আসানসোলে কর্মহারা 28 কোভিড ভলান্টিয়র - covid 19 volunteers submit deputation
🎬 Watch Now: Feature Video
আসানসোলে কোভিড ভলান্টিয়রদের নোটিস ৷ কর্মহারা 28 জন ৷ আজ জেলা শাসকের দপ্তরে নিয়োগের আর্জি জানিয়ে ডেপুটিশন জমা দিলেন তাঁরা ৷ কোভিড ভলান্টিয়রদের একজন জয়ন্ত ভট্টাচার্য জানান, 60 দিন কাজ করতে হবে, নোটিস দিয়ে জেলার মুখ্য স্বাস্থ্য দপ্তরের তরফে তাঁদের নিয়োগ করা হয়েছিল ৷ 60 দিনের জায়গায় 180 দিন কাজ করেছেন তাঁরা ৷ কিন্তু এখন তাঁদের বসে যেতে বলা হচ্ছে । দাবি, হাসপাতালের ক্যাজুয়াল বিভাগে তাঁদের নিয়োগ করা হোক ৷