দুর্গাপুরে এসে পৌঁছল কোরোনা প্রতিষেধক - দুর্গাপুরে কোরোনা সতর্কতা
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10244364-thumbnail-3x2-wb-pic.jpg)
আজ দুর্গাপুরে এসে পৌঁছাল কোরোনা প্রতিষেধক । আগামী 16 তারিখ সিধু কানহো স্টেডিয়ামে 100 জনকে এই প্রতিষেধক দেওয়া হবে । এখনও পর্যন্ত 2 হাজার জনের নাম নথিভুক্ত করা হয়েছে, যাঁরা সামনের সারিতে থেকে কোরোনা মোকাবিলা করছেন । এমনটাই জানালেন ডিএমসির বোরো চেয়ারম্যান দিলীপ অগস্তি ও পৌর চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার ।