কোরোনা রোগীর মৃতদেহ অ্যাম্বুলেন্সে তুললেন ডেপুটি ম্যাজিস্ট্রেট

🎬 Watch Now: Feature Video

thumbnail
কোরোনা রোগীর মৃতদেহ সৎকারের জন্য অ্যাম্বুলেন্সে তুলতে চাইছেন না কোনও স্বাস্থ্যকর্মী । তা দেখে এগিয়ে এলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট বিশ্বদ্বীপ মুখোপাধ্যায় । সোমবার রাতে কোচবিহার মেডিকেলের মর্গে ধরা পড়ে এই ছবি । সপ্তাহ খানেক আগে কোচবিহারের রেল ঘুমটি এলাকার এক বাসিন্দা দুর্ঘটনায় আহত হন। চিকিৎসার জন্য তাঁকে শিলিগুড়ি নিয়ে যাওয়া হয় । এরপর দিন দুয়েক আগে কোচবিহারে নিয়ে আসার সময় পথেই তাঁর মৃত্যু হয়। পরে তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটি়ভ আসে ৷ ওই মৃতদেহ কোচবিহার মেডিকেলের মর্গে রাখা ছিল । সোমবার রাতে তাঁর মৃতদেহ সৎকার করার সিদ্ধান্ত নেয় প্রশাসন । কিন্তু মর্গের কর্মীরা দেহ অ্যাম্বুলেন্সে তুলতে অস্বীকার করেন । এরপরই কোচবিহারের ডেপুটি ম্যাজিস্ট্রেট বিশ্বদ্বীপ মুখোপাধ্যায় ওই মৃতদেহ অ্যাম্বুলেন্সে তুলতে শুরু করেন । তাঁকে সহযোগিতা করেন সিভিল ডিফেন্স কর্মী ও মৃতের আত্মীয়রা । কোচবিহার সদরের মহকুমাশাসক সঞ্জয় পাল বলেন, "মৃত ব্যাক্তির দেহ যাতে তাড়াতাড়ি সৎকার করা যায় তাই ডেপুটি ম্যাজিস্ট্রেট হাত লাগিয়েছেন।"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.