Cooch Behar : তোর্ষা নদীর তীরবর্তী বাসিন্দাদের সরতে মাইকে সতর্ক বার্তা প্রশাসনের - Torsa River
🎬 Watch Now: Feature Video
তোর্ষা নদীর জল বেড়ে যাওয়ায় এবার নদীর পাড় এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করল প্রশাসন । এজন্য ওই এলাকায় মাইকে প্রচার শুরু করল প্রশাসন । গতকাল বিকেল থেকেই কোচবিহার শহর সংলগ্ন তোর্ষা নদীর পাড় এলাকার ফাসিঘাট, কারিশাল প্রভৃতি এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার জন্য প্রচার শুরু করেছে । প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে ওই এলাকার 60টি পরিবারকে কোচবিহার টাউন হাইস্কুলে নিয়ে আসা হয়েছে । এরপরেও যদি কোনও পরিবার সেখানে না থাকে তাদেরকে সেজন্য প্রশাসন উদ্যোগী হয়েছে । কোচবিহার সদরের মহকুমাশাসক শেখ রাকিবুর রহমান বলেন, "আমরা পরিস্থিতির উপর নজর রাখছি । নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে ।"