"আত্মনির্ভর বাংলা" গড়ে তোলার আহ্বান দিলীপ ঘোষের - ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-7913470-thumbnail-3x2-dilip.jpg)
ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 109 তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানাতে গিয়ে রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ বলেন, "এই প্রথমবার আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ডঃ শ্যামাপ্রসাদের মূর্তির সামনে মাথা উঁচু করে যাওয়ার সাহস করতে পেরেছি ৷ বছরের পর বছর আমরা মনের মধ্যে সঙ্কচ, ভয়, গ্লানি নিয়ে সম্মান জানিয়েছি ৷ কিন্তু এই প্রথমবার তাঁর স্বপ্ন খানিকটা সফল করতে পেরেছি, তাঁর বলিদানের খানিকটা স্বার্থকতা আনতে পেরেছি ৷ তাই আমরা এবার খানিকটা মাথা উচু করে তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি ৷" পশ্চিমবঙ্গকে "আত্মনির্ভর পশ্চিমবঙ্গ" গড়ে তোলার আহ্বানও জানান তিনি ।