Congress Agitation at Habra : কংগ্রেসের বিক্ষোভে উত্তপ্ত হাবড়া - Latest News on North 24 Parganas
🎬 Watch Now: Feature Video
কংগ্রেসের বিক্ষোভের (Congress Agitation at Habra) জেরে উত্তপ্ত উত্তর 24 পরগনার হাবড়া ৷ বুধবার হাবড়া পৌরসভায় ডেপুটেশন দিতে যায় কংগ্রেস ৷ সেই সময় পুলিশ তাদের বাধা দেয় ৷ তখনই দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয় বলে অভিযোগ ৷ পরে কংগ্রেসের একটি প্রতিনিধিদল হাবড়া পৌরসভার প্রশাসক নারায়ণ দাসের সঙ্গে দেখা করে ৷ 21 দফা দাবি জমা দেয় তারা (Congress submit deputation to habra municipality) ৷ সেগুলির মধ্যে রয়েছে, হাবড়া শহরের সার্বিক উন্নয়ন, বেশ কিছু ওয়ার্ডে জলমগ্ন অবস্থা, পৌর পরিষেবার অবনতি ৷