আর্থিক অনুদান নিয়ে প্রতিযোগিতা হলে ভালোই হয় : দিলীপ ঘোষ - it is better to compete in financial grants says dilip ghosh
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10310109-thumbnail-3x2-dilip.jpg)
রাতে ধুপগুড়িতে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 14 জনের । সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "দুর্ঘটনায় মৃত্যু দুঃখজনক । আশা করব আর মৃত্যু সংখ্যা না বাড়ে ।" এদিকে আজ প্রথমে মৃতদের পরিবারকে অর্থ সাহায্য করার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী । তারপরই ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করে রাজ্য সরকার । এই প্রসঙ্গে দিলীপবাবু বলেন, আর্থিক অনুদান নিয়ে প্রতিযোগিতা হলে ভালোই হয় । আমিচাই আয়ুষ্মান যোজনার টাকাটাও যেন দিয়ে দেন ।"
Last Updated : Jan 20, 2021, 10:41 PM IST
TAGGED:
দিলীপ ঘোষ