বাড়িতেই পরিবার নিয়ে নমাজ পড়ুন, অনুরোধ মমতার - আজান
🎬 Watch Now: Feature Video
ঘরে বসেই নমাজ পরুন ৷ রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে করজোড়ে অনুরোধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ তিনি বলেন, ‘‘প্রতিবছরই আমি ইদের সময় ইফতার পালন করি, ক্রিসমাস পালন করি, কারণ আমি সব ধর্মকে ভালোবাসি ৷ তবে এইবার লকডাউনের জেরে তা পালন করা সম্ভব নয় ৷ লকডাউনে ধর্মীয় সমাবেশ নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার ৷ ইদ পালন করলে কোনও অসুবিধা তো নেই ৷ রিলিজিয়াস অ্যাক্ট কী তা মানুষ জানে না, কারণ এই প্রথম রিলিজিয়াস অ্যাক্ট জারি করা হয়েছে, যেখানে ধর্মীয় সমাবেশ করতে নিষেধ করা হয়েছে ৷ আমি জানি একমাস ধরে আমার সংখ্যালঘু ভাইবোন কথা শুনেছে, ঘরে বসে প্রার্থনা করেছে ৷ মন্দির, মসজিদ, গির্জা তো বাড়িতেই হতে পারে ৷ ঘরের মা আর বাইরের মায়ের মধ্যে পার্থক্য কী? এতদিন ধরে যদি ঘরে রমজান পালন করতে পারেন, তাহলে কালও সম্ভব ৷ আপনাদের সম্প্রদায়ের মধ্যে যাতে এই রোগ ছড়িয়ে না পড়ে, তারজন্য এই নিয়ম পালন করুন ৷ ইমাম সাহেবরাও এই সিদ্ধান্ত নিয়েছেন ৷ কারও কোনও কথা শুনে নয়, যদি আমাকে একটুও ভালোবেসে থাকেন, তাহলে বিশ্বাস রাখুন, আস্থা রাখুন ৷ এইবছর ইমাম সাহেবরা আজান দিলে বাড়িতেই পরিবার নিয়ে নমাজ পরুন ৷’’
Last Updated : May 24, 2020, 4:34 PM IST