মুখ্যমন্ত্রী এখন ঘোষিকা, সুইৎজ়ারল্যান্ড বানাবেন বলে করাচি বানিয়ে ছেড়েছেন : সায়ন্তন - সুইৎজা়রল্যান্ড বানাবেন
🎬 Watch Now: Feature Video
মুখ্যমন্ত্রী এখন ঘোষিকা । সুইৎজ়ারল্যান্ড বানাবেন বলে করাচি বানিয়ে ছেড়েছেন। এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করলেন BJP নেতা সায়ন্তন বসু ৷ বাজারে আলুর মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিন শিলিগুড়িতে অবস্থান বিক্ষোভে অংশ নেন তিনি। সেখানেই তিনি এই কথা বলেন ৷ সায়ন্তন বসু রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, " রাজ্যে ED আছে কেন? বাজারে আলুর দাম বেড়েই চলেছে। ED-কে তুলে দিলেই হয়। আসলে সবেতেই কাটমানি নিচ্ছে তৃণমূল। তাই এই মূল্যবৃদ্ধি।" গতকালই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন টেট উত্তীর্ণদের চাকরি দেওয়া হবে। একই সঙ্গে নারায়ণী ব্যাটেলিয়ন ও গোর্খা ব্যাটেলিয়ন গঠনের ঘোষণাও করেন তিনি। এ প্রসঙ্গে সায়ন্তন বলেন," এখন উনাকে লোকে আর মুখ্যমন্ত্রী বলছেন না। বলছেন ঘোষিকা। তাই নানা ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী। উনিই বলেছিলেন সুইৎজ়ারল্যান্ড করবেন। কিন্তু করাচি বানিয়ে ছেড়েছেন।"