পুলিশ-BJP সংঘর্ষে উত্তাল গঙ্গারামপুর; মাথা ফাটল পুলিশের, চলল গুলি - ASI
🎬 Watch Now: Feature Video
গঙ্গারামপুরে আজ পুলিশ BJP-র মিছিল আটকানোয় ধুন্ধুমার বাধে । দফায় দফায় সংঘর্ষ হয় । পুলিশের উপর যথেচ্ছ ইট ছোড়া হয় । ইটের ঘায়ে মুখ ফেটে যায় এক সিভিক ভলান্টিয়ারের । তার নাম ব্রতময় সরকার । এছাড়া গঙ্গারামপুর থানার ASI বিভু ভট্টাচার্য জখম হয়েছেন । ইট ছোড়ার পাশাপাশি পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় । সবমিলিয়ে এলাকায় পরিস্থিতি উত্তপ্ত ।