East Medinipur Pujo : পূর্ব মেদিনীপুরের 16টি পুজোর ভার্চুয়াল উদ্বোধন মমতার - পুজো পরিক্রমা

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Oct 11, 2021, 1:33 PM IST

পূর্ব মেদিনীপুর জেলার 16টি দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার মধ্যে কাঁথি শহরের ক্লাব চৌরঙ্গীতে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি-সহ পটাশপুরের বিধায়ক, জেলাশাসক পূর্ণেন্দু মাজি, চৌরঙ্গীর সম্পাদক উত্তম বারিক ও অন্যান্য আধিকারিকরা । চৌরঙ্গী ক্লাব এবার 14 বছরে পদার্পণ করল । তাদের এবারের থিম 'তিতুমীরের বাঁশের কেল্লা' । বাঁশ, ঝুড়ি ও রং তুলির উপর নির্ভর করেই সুসজ্জিত হয়েছে এই মণ্ডপ । তবে অন্যান্যবারের তুলনায় বাজেটে কাটছাঁট করে এবছর পটাশপুর ও ভগবানপুরের বানভাসি মানুষদের ত্রাণের ব্যবস্থা করেছে এই চৌরঙ্গী ক্লাব । এদিন জেলা প্রশাসনের তরফ থেকেও বেশ কয়েকটি ক্লাবকে আর্থিক সাহায্য করার পাশাপাশি অনাথ আশ্রমের আবাসিকদের হাতে নতুন জামা কাপড় তুলে দেওয়া হয় ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.