‘‘মুখের সামনে কথা বলবেন না, আপাতত হাত মেলাবেন না’’ - কোরোনা খবর
🎬 Watch Now: Feature Video
ফের একবার কোরোনা সম্পর্কে সচেতন করলেন মুখ্যমন্ত্রী ৷ আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামে খেল সম্মান পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সব সর্দি কাশি কোরোনা নয়, অসুস্থ হলে ডাক্তার দেখান ৷ অন্তত 14দিন বিশ্রাম নিন ৷ হাত মেলাবেন না, এই রোগ মানুষে মানুষে সংক্রমণ হচ্ছে ৷ 5মিটার দূরে থেকে কথা বলবেন ৷ হাঁচি কাশি পেতেই পারে, কনুই ঢেকে হাঁচবেন, কাশবেন ৷ বেশি করে জল খাবেন, রান্না করা খাবার খাবেন ৷ সাবান কিংবা স্যানিটাইজ়ার দিয়ে হাতের নখ ও মধ্যিখান ভালো করে ধোবেন ৷’’ তিনি আরও বলেন, 10 বছর আগে SARS রোগের থেকে মৃত্যুর হার কম, মাত্র 2% ৷ তাই ভয় পাওয়ার কিছু নেই ৷