চেকড্যামের গেট ভেঙে বিপত্তি, জলের তলায় চাষজমি - বিষ্ণুপুর
🎬 Watch Now: Feature Video
কাঁকসার বিষ্ণুপুরে টুমনি নদীর উপর চেক ড্যামের লকগেট ভেঙে বিপত্তি, কয়েক হাজার বিঘা জমিতে জল, মাথায় হাত চাষিদের ৷ এই বাঁধের মাধ্যমে বিষ্ণুপুর, শিবপুর, অজয়পল্লি-সহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার বিঘা জমিতে চাষ হত । বৃহস্পতিবার ভোররাতে আচমকা চেক ড্যামের লক গেট ভেঙে যায় ৷ চাষিদের সুবিধার্থে 2017-য় মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদারের উদ্যোগে গড়ে উঠেছিল এই চেক ড্যাম ।