ফুলবাড়িতে বিজেপি সমর্থকদের লক্ষ্য করে টিয়ার গ্যাস-রাবার বুলেট পুলিশের
🎬 Watch Now: Feature Video
যুব মোর্চার উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার ফুলবাড়ি মোড় । ফুলবাড়ি বাজারে আটকে দেওয়া হল মিছিল ৷ পালটা আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি ৷ ব্যারিকেড ভাঙেন মালতি রাভা (কোচবিহার বিজেপি জেলা সভানেত্রী) ৷ বিক্ষোভকারীদের ঠেকাতে পুলিশ রাবার বুলেটের ব্যবহার করে বলে অভিযোগ, জলকামানও ব্যবহার করা হয়। রাবার বুলেটে জখম অনেকে। পালটা বিজেপির ঢিলে পিছু হটে পুলিশ।