Central Govt team: কেন্দ্রীয় সরকারের জলজীবন মিশন প্রকল্প খতিয়ে দেখতে এল কেন্দ্রীয় প্রতিনিধি দল - gangasagar
🎬 Watch Now: Feature Video
পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের জলজীবন মিশনের প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে কেন্দ্রের জলসম্পদ উন্নয়ন মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির 13 সদস্যের সংসদীয় প্রতিনিধি দল আজ দক্ষিণ 24 পরগনা সফর করেছেন । দলটি আজ সকালে বজবজ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ঘুরে দেখেন । মথুরাপুর-ফলতা জল প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখেন। এই প্রকল্পটি রাজ্যের অন্যতম বৃহৎ জল প্রকল্প । এই প্রকল্প চালু হয়ে গেলে জেলার আর্সেনিক প্রবণ এলাকার কয়েক লক্ষ মানুষের কাছে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে যাবে । কিন্তু নানা কারণে এই প্রকল্পের কাজ ধীর গতিতে এগোচ্ছে ।