Cannabis Rcovered In Birbhum: বীরভূমে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, গ্রেফতার 1 - বীরভূমের খবর
🎬 Watch Now: Feature Video
বীরভূমের সদাইপুর থানার অন্তর্গত কচুজোর গ্রামে এক ব্যক্তির পোলট্রি ফার্ম থেকে 2 কুইন্টাল গাঁজা উদ্ধার (Cannabis Rcovered In Birbhum) করা হল। গাঁজা উদ্ধারের এই ঘটনায় বীরভূম জেলা পুলিশের তরফ থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম প্রদীপ গড়াই। তিনি বীরভূমের কচুজোড় এলাকার বাসিন্দা। বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানান, গোপন সূত্রের খবর পেয়ে ওই ব্যক্তির পোল্ট্রি ফার্মে হানা দেওয়া হয়। সেখান থেকেই এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয় ৷