লকডাউনে রক্ত জোগাড় করতে নাকল, প্রতারিত ক্যান্সার আক্রান্তের পরিবার - lockdown
🎬 Watch Now: Feature Video
লকডাউনে রক্ত জোগাড় করতে গিয়ে প্রতারিত হলেন কলকাতায় চিকিৎসার জন্য আসা ক্যান্সার আক্রান্ত রোগীর পরিবার ৷ খড়্গপুরের বাসিন্দা ছবিরানি চক্রবর্তী নেতাজি সুভাষ ক্যান্সার হাসপাতালে ভরতি । গত কয়েকদিন ধরে তাঁর রেডিয়েশন চলছে । এই অবস্থায় চিকিৎসকরা দুই ইউনিট "ও" পজ়িটিভ গ্রুপের রক্ত জোগাড় করতে বলেছেন । তারপর থেকেই হন্যে ঘুরছেন ছবিরানি চক্রবর্তীর দুই ছেলে আদিত্য এবং বাপ্পাদিত্য চক্রবর্তী । এই অবস্থায় ফেসবুকের মাধ্যমে রক্তের আবেদন করেছিল চক্রবর্তী পরিবার । সেখানে একজন প্রতিশ্রুতি দিয়ে দেড়হাজার টাকা নিয়ে প্রতারণা করেছে । এই অবস্থায় লকডাউনের মধ্যে শনিবার পুলিশের দ্বারস্থ হয়েছেন ছবিরানির দুই ছেলে ৷