বাজেটে GST কমানো হোক, আবেদন বর্ধমান ব্যবসায়ী সংগঠনের - ফ্লিপকার্ট
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-5908328-251-5908328-1580464342114.jpg)
কাল বাজেটের দিকে তাকিয়ে আছেন বর্ধমানের ব্যবসায়ীরা । নোট বন্দীর পর ব্যবসায় মন্দা দেখা দিয়েছে । জিনিসপত্রের মূল্যবৃদ্ধিতে আগামী দিনে কিভাবে ব্যবসা করবেন, তা নিয়েও চিন্তিত ব্যবসায়ীরা। তার সঙ্গে GST যুক্ত হওয়ায় রীতিমতো মাথায় হাত ব্যবসায়ীদের। বিষয়টি নিয়ে ইতিমধ্যে পূর্ব বর্ধমান ট্রেডার্সের পক্ষ থেকে কেন্দ্রের অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে । তারা দাবি করেছেন বাজেটে যেন GST কমানোর বিষয়টি গুরুত্ব সহকারে দেখে সরকার । পাশাপাশি আমাজন, ফ্লিপকার্টের মতো অনলাইন ব্যবসা বন্ধের দাবিও জানান তারা।