Police Stops Mann Ki Baat Programme : করোনাবিধি লঙ্ঘনের অভিযোগে চন্দননগরে বন্ধ হল ‘মন কি বাত’-এর সম্প্রচার - Mann Ki Baat was Stopped in Chandannagar for Violating Covid Rules
🎬 Watch Now: Feature Video
কোভিডবিধি উলঙ্ঘন করে জমায়েতের অভিযোগে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান বন্ধ করল চন্দননগর কমিশনারেটের পুলিশ (Broadcast of Mann Ki Baat was Stopped in Chandannagar for Violating Covid Rules) ৷ যে ঘটনাকে কেন্দ্র করে চন্দননগর পৌরসভার 26নং ওয়ার্ডে উত্তেজনা ছড়িয়ে পড়ে ৷ যেখানে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন ৷ তাঁর বিরুদ্ধেও কোভিডবিধি ভাঙার অভিযোগ তুলেছে পুলিশ (Dilip Ghosh Allegedly Violates Covid Rules) ৷ যা নিয়ে পুলিশের সঙ্গে তাঁর বাদানুবাদ হয় ৷ এ নিয়ে দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের সম্প্রচার বানচাল করতে পুলিশ ইচ্ছাকৃতভাবে বাধা দিয়েছে ৷