নিষ্ক্রিয় করা হল কাঁকসায় উদ্ধার হওয়া 21টি বোমা - কাঁকসায় বোমা উদ্ধার
🎬 Watch Now: Feature Video
কাঁকসার জাটগড়িয়া থেকে শিবপুর যাওয়ার রাস্তার মাঝে কালভার্টের নীচে থাকা 21টি বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করল আসানসোল -দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বোম্ব স্কোয়াড। বোমাগুলি পাশের জঙ্গলে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয়। গতকাল কাঁকসার জাটগড়িয়া গ্রামের মূল রাস্তার কার্লভাটের নীচে একটি জ্যারিকেন ভর্তি বোমা উদ্ধার করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ তারপর 24 ঘণ্টা পার হয়ে যায়।আজ সেগুলি নিষ্ক্রিয় করা হয় ৷ বোমাগুলিকে কেন রাখা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ ৷