ফুরফুরার 'কালো দিন', আব্বাসের দল গঠন নিয়ে কটাক্ষ ত্বহার - ফুরফুরার 'কালো দিন'
🎬 Watch Now: Feature Video
"ফুরফুরা পীর সাহেবদের যারা ভক্ত তারা দীর্ঘনিঃশ্বাস ফেলল । এটা আমাদের জন্য খুব লজ্জা । ফুরফুরা পীর সাহেবদের জন্য খুব লজ্জা এবং ফুরফুরার পীর সাহেবের যারা অনুসারী তাদের জন্য খুব লজ্জা। এটা একটা কালো দিন।" পীরজাদা আব্বাস সিদ্দিকীর দল ঘোষণার পর আজ এভাবেই নিজের ক্ষোভ উগরে দিলেন পীরজাদা ত্বহা সিদ্দিকী । তিনি বলেন, "ফুরফুরা শরীফের পীর সাহেবদের বংশের কোনও ছেলে এ পথে হাঁটেনি। আজকে সে হেঁটেছে। এই বাংলায় একটা পীরজাদা যদি 100টা দল ঘোষণা করে তাহলে চ্যালেঞ্জ করে বলতে পারি এই বাংলায় সাম্প্রদায়িক শক্তি জায়গা পাবে না।" তাঁর অভিযোগ, মুসলিমদের ভোট ভাগ করার জন্য বিজেপি ও আরএসএস থেকে নির্দেশ দেওয়া হয়েছে আব্বাস সিদ্দিকীকে ৷ কোটি কোটি টাকা খরচ করে পীর সাহেবদের, পীরজাদাদের নামানো হবে।