পূর্ব মেদিনীপুরে BJP-র থানা ঘেরাও অভিযান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি - East Mednipur
🎬 Watch Now: Feature Video
দলীয় কর্মী খুনের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে জেলাজুড়ে থানা ঘেরাও BJP-র । সম্প্রতি কল্যাণীর গয়েশপুরের একটি আমবাগানে গাছের ডাল থেকে BJP কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় । বিজয় শীলের মৃতদেহ উদ্ধারের পরই রাজ্য BJP-র তরফে পুলিশি নিষ্ক্রিয়তা ও আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে থানা ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয় । সোমবার সকাল থেকেই পূর্ব মেদিনীপুরের BJP তমলুক সাংগঠনিক জেলার পক্ষ থেকে তমলুক, কোলাঘাট, পাঁশকুড়া, নন্দীগ্রাম সহ একাধিক থানায় ভিড় জমাতে শুরু করে BJP কর্মীরা । ঘণ্টাখানেক ধরে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে তারা । যদিও জেলাসদর তমলুকে থানার গেটে এদিন বিক্ষোভ দেখাতে দেওয়া হয়নি BJP কর্মীদের । রাজ ময়দান থেকে থানার উদ্দেশে যাওয়ার সময়ই তাদের আটকে দেয় পুলিশ ৷ BJP কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয় ৷