রাজ্যে 25 -28 আসন পাবে BJP : সুভাষ সরকার - exit poll
🎬 Watch Now: Feature Video
বাঁকুড়ার BJP প্রার্থী সুভাষ সরকারের অনুমান, রাজ্যে 25 থেকে 28টি আসন পাবেন তাঁরা । বলেন, "বাঁকুড়া আসনে নিশ্চিতভাবে আমরা জয়লাভ করছি । আপনারা দেখেছেন প্রতিটি সমীক্ষায় দেখাচ্ছে বাঁকুড়ায় BJP জিতছে । দু-তিনটি কারণ রয়েছে । এক হচ্ছে দেশে নরেন্দ্র মোদি ভালো কাজ করেছেন । দেশকে আজ বিশ্বের দরবারে একটা জায়গায় পৌঁছে দিয়েছেন । অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাদাদের দ্বারা সমাজ অত্যাচারিত ।" তিনি আর কী বললেন, দেখুন ভিডিয়ো...