আসানসোলে বেআইনি কয়লা কারবার নিয়ে BJP-র বিক্ষোভ - ECL-র সালানপুরে bjp বিক্ষোভ
🎬 Watch Now: Feature Video
আসানসোলে বেআইনি কয়লার কারবার চালানোর অভিযোগ । আর সেজন্য ECL-র সালানপুর এরিয়া অফিসে আজ দুপুরে বিক্ষোভ দেখাতে যায় BJP । কিন্তু এরিয়া অফিসে ঢোকার মুখে বাধা পায় BJP-র জেলা সভাপতি সহ অন্য নেতা-কর্মীরা । প্রতিবাদে BJP জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুইয়ের নেতৃত্বে কয়েকশো কর্মী পথ অবরোধে সামিল হন । প্রায় দেড়ঘন্টা ধরে অবরোধ করা হয় আসানসোল গৌরান্ডি রোড । শেষ পর্যন্ত প্রতিনিধি দলকে স্মারকলিপি দেওয়ার অনুমতি দেওয়া হয় । পুলিশ অবরোধকারীদের সরাতে গেলে দুপক্ষের বচসা বেধে যায় । শেষ পর্যন্ত পুলিশের কাছ থেকে বেআইনি কয়লার কারবার নিয়ে তদন্তের আশ্বাস পেলে অবরোধ তুলে নেওয়া হয় ।