Dengue-Malaria : শহরে ডেঙ্গু-ম্যালেরিয়ার প্রাদুর্ভাব, মশারি নিয়ে প্রতিবাদ বিজেপির - বিজেপির মজদুর সেল
🎬 Watch Now: Feature Video
শহর জুড়ে ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রাদুর্ভাবের প্রতিবাদে মশারি নিয়ে অভিনব বিক্ষোভে সামিল বিজেপির শ্রমিক সংগঠন ৷ বৃহস্পতিবার বিজেপির রাজ্য দফতরের বাইরেই শুরু হয় এই বিক্ষোভ কর্মসূচি । উদ্দেশ্য ছিল কলকাতা পৌরনিগম অভিযানের ৷ কিন্তু কোভিডের কারণে সবরকম জমায়েত ও মিছিলে নিষেধাজ্ঞা থাকায় এদিন ডিসি সেন্ট্রালের নির্দেশে পুলিশের তরফে বিজেপির রাজ্য দফতরের সামনেই ব্যারিকেড করে কর্মীদের বাধা দেওয়া হয় । তাই রাজ্য দফতরের সামনে মশারির টাঙিয়ে রাস্তায় শুয়ে প্রতিবাদ করেন বিজেপি কর্মীরা । এতেও রাজ্য সরকারের টনক না নড়লে তাঁরা বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ৷