"পুলিশকে বললেই বলবে, চাপ আছে", ভাটপাড়ায় বোমাবাজি নিয়ে বিস্ফোরক অর্জুন - ভাটপাড়ায় বোমাবাজি
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11780008-thumbnail-3x2-top.jpg)
"ভোটের ফলঘোষণার পর থেকে ভাটপাড়ায় যে ধরনের কার্যকলাপ তৃণমূলের তরফে করা হয়েছে, তা নিন্দনীয় । একটি বিশেষ সম্প্রদায়ের দুষ্কৃতীরা এই ধরনের কাজ করছেন । পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি ।" অভিযোগ বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ৷ তিনি আরও বলেন, "আগে বিজেপির লোকজনদের মারধর,ঘড় ভাঙচুর,মহিলাদের ধর্ষণ করা হয়েছে ৷ এবার তৃণমূলের দুষ্কৃতীরা নিজেদের মধ্যেই এলাকা দখলের লড়াই চলছে । গতকাল যে মারা গিয়েছে বোমার আঘাতে সে দাগি সমাজ বিরোধী । পুলিশ কে বললেই বলবে, চাপ আছে । কি চাপ, কার চাপ, কেউ জানে না ৷"