জাতীয় সড়ক অবরোধ করতে গিয়ে গ্রেপ্তার বিজেপি বিধায়ক - bjp_mla_arrested
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9804678-thumbnail-3x2-bjpmld.jpeg)
বনধের সমর্থনে জাতীয় সড়ক অবরোধ করতে গিয়ে গ্রেপ্তার বৈষ্ণবনগরের বিজেপি বিধায়ক স্বাধীন সরকার ৷ গ্রেপ্তার হয়েছেন আরও 20 - 25 জন বিজেপি কর্মী ৷ গতকাল বিজেপির উত্তরকন্যা অভিযানে এক বিজেপি কর্মীর মৃত্যু হয় ৷ সেই ঘটনার প্রতিবাদে আজ বিজেপির পক্ষ থেকে 12 ঘণ্টার বনধ ডাকা হয় ৷ আজ সকালে প্রথমে মালদা শহরের ফোয়ারা মোড়ে হেড পোস্ট অফিস বন্ধ করে দেন বিজেপির কর্মীরা ৷ অন্যদিকে, বৈষ্ণবনগরে বিধায়ক স্বাধীন সরকারের নেতৃত্বে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয় ৷ যান চলাচল স্বাভাবিক করতে বিধায়ক স্বাধীন সরকার-সহ 20-25 জন কর্মীকে গ্রেপ্তার করে বৈষ্ণবনগর থানার পুলিশ ৷ স্বাধীনবাবু বলেন, "গতকালের ঘটনার প্রতিবাদে আমরা জাতীয় সড়ক অবরোধ করেছিলাম ৷ পুলিশ জোরপূর্বক আমাদের তুলে নিয়ে গ্রেপ্তার করেছে ৷ "