বাংলায় মাফিয়া রাজের অবসান করবে BJP, দাবি রাজু বন্দ্যোপাধ্যায়ের - BJP
🎬 Watch Now: Feature Video
যারা মানুষের উপর অত্যাচার করছে, যারা তৃণমূলের হয়ে গুণ্ডাগিরি করছে, যারা বালি মাফিয়ার কাজ করছে, তাদের একটাই কথা বলবো উত্তরপ্রদেশে বিকাশ দুবের ঘটনা জানেন ৷ পরবর্তী কালে বিকাশ দুবের মতো ঘটনা ঘটলে আমাদের দোষ দেবেন না ৷ শুধরে যান না হয় শুধরে দেবো ৷ গুণ্ডাগিরি আর চলবে না ৷ প্রত্যেকের উচিত শাস্তি হবে ৷ কেউ ছাড় পাবে না ৷ মাফিয়া রাজের অবসান ভারতীয় জনতা পার্টি করবে ৷ দাবি রাজু বন্দ্যোপাধ্যায়ের ৷