"মুখ্যমন্ত্রী জোকার", নাম না করে অনুব্রতকেও কটাক্ষ BJP নেতার - cm

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 10, 2020, 9:37 AM IST

মুখ্যমন্ত্রীকে "জোকার" বলে কটাক্ষ করলেন BJP নেতা রাজু বন্দ্যোপাধ্যায় । নাম না করে অনুব্রত মণ্ডলকেও কটাক্ষ করেন তিনি। বীরভূম থেকে ফেরার পথে গতকাল বর্ধমানে BJP-র দলীয় কার্যালয়ে আসেন তিনি । বলেন, "বীরভূমের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে । সেখানে একটা ক্রিমিনাল আছে । যার থাকা উচিত জেলের ভিতরে । আজ পুলিশের মদতে সে বীরভূমের মানুষকে লুট করছে । আইন-শৃঙ্খলার বিঘ্ন ঘটাচ্ছে । খুন তোলাবাজি করছে ।" এর পাশাপাশি লকডাউন প্রসঙ্গে BJP নেতা বলেন, "এখানে সরকার চলছে না সার্কাস। সার্কাসের অঙ্গ মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী একটা জোকার। বীরভূমে একটা জোকার রয়েছে। লোক দেখে হাসবে। " ভিডিয়োয় শুনুন বক্তব্য...

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.