"সত্যের জয় হল," নারদকাণ্ডে মির্জ়ার গ্রেপ্তারির পর মন্তব্য লকেটের - মির্জার গ্রেপ্তারির পর লকেট চ্যাটার্জির প্রতিক্রিয়া
🎬 Watch Now: Feature Video
"আমার মনে হয় আইন আইনের পথে চলছে ৷ এবং আইন আইনের পথে চলবে ৷ নারদকাণ্ডে যারা জড়িত আগামীদিনে তাঁরাও একে একে তদন্তের মাধ্যমে গ্রেপ্তার হবেন ৷ এখন সবে শুরু হয়েছে ৷ মমতা ব্যানার্জি যেভাবেই হোক ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন ৷ 2016 সালে সব জায়গায় গিয়ে তিনি বলেছেন কেউ চোর না বা জাল ভিডিয়ো প্রকাশ করা হয়েছে ৷ আজ সত্য প্রমাণিত হল এবং সত্যের জয় হল ৷" নারদকাণ্ডে পুলিশ কর্তা এস এম এইচ মির্জ়া গ্রেপ্তার প্রসঙ্গে গতকাল এই মন্তব্য করেন BJP নেত্রী লকেট চ্যাটার্জি ৷ দেখুন ভিডিয়ো...