ছটপুজোর পর সাফাই অভিযানে BJP - cleaning dam after chhat puja
🎬 Watch Now: Feature Video
ছটপুজোর পর আবর্জনায় ভরতি পুরুলিয়া শহরের সাহেব বাঁধ জাতীয় সরোবর ৷ চারপাশে পড়ে রয়েছে ফুল, প্লাস্টিক, পুজো সামগ্রী ৷ সরোবরকে আবর্জনামুক্ত করতে উদ্যোগী হল BJP ৷ কোনও রাজনৈতিক উদ্দেশ্য নয়, শহরের এই ঐতিহ্যবাহী সাহেব বাঁধকে পরিষ্কার রাখতেই এই সাফাই অভিযান বলে জানান পুরুলিয়া শহর BJP সভাপতি সত্যজিৎ অধিকারী ৷