লকডাউনে স্তব্ধ বীরভূম, চলছে কড়া পুলিশি টহল - লকডাউনে স্তব্ধ বীরভূম
🎬 Watch Now: Feature Video
রাজ্যের অন্য জেলায় সপ্তাহে দুদিন করে লকডাউন হলেও বীরভূম জেলায় 31 জুলাই পর্যন্ত টানা লকডাউন । সেইমতো এদিন সকাল থেকে রাত্রি দশটা পর্যন্ত লকডাউন চলছে বীরভূম জেলায়। পথঘাট জনশূন্য ৷ বন্ধ দোকানপাট ৷ চলছে কড়া পুলিশি নজরদারি ও ধরপাকড়। বীরভূম জেলায় 24 জুলাই থেকে টানা লকডাউন চলছে। 31 জুলাই পর্যন্ত চলবে। কিন্তু, অন্যান্য দিন দুপুর 12 টা থেকে রাত্রি দশটা পর্যন্ত থাকবে লকডাউন। আজ অবশ্য সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে।অযথা রাস্তায় বের হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাজেয়াপ্ত করা হচ্ছে যানবাহন।স্তব্ধ বীরভূম ।