নন্দীগ্রামে তৃণমূলের সভায় যা লোক হয়েছিল তা BJP-র চায়ে পে চর্চায় হয় : ভারতী ঘোষ - BJP will win this election in bengal , says Bharati ghosh
🎬 Watch Now: Feature Video
নন্দীগ্রাম দিবস-এর অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে ফিরহাদ হাকিমকে কটাক্ষ করলেন BJP নেত্রী ভারতী ঘোষ । তিনি বলেন, নন্দীগ্রামের জনসভায় যা লোক হয়েছিল BJP-র চায় পে চর্চায় তা হয় ৷ আরও বলেন, "নন্দীগ্রামে ফিরহাদ হাকিম বাবুর যে সভা হয়েছিল শুনেছি তাতে মাত্র 147 জন লোক হয়েছিল । ওটা কি জনসভা নাকি ? যেখানে 147 জন লোক হয় কী করে । BJP- র চায়ে পে চর্চায় এই লোক হতে পারে ৷"