Bhai Phonta Special : মোদির ছবিতে ফোঁটা, তিন কেজির লাড্ডু উৎসর্গ বোনের - ভাইফোঁটা
🎬 Watch Now: Feature Video
বিজেপি রাজ্য সদর দফতরে পালিত হল ভাইফোঁটা ৷ এই উপলক্ষে শনিবার সকাল থেকেই ছিল উৎসবের মেজাজ ৷ রাহুল সিনহা, রাজু বন্দ্যোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাত, প্রতাপ বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা যোগ দেন এদিনের অনুষ্ঠানে ৷ তাঁদের কপালে ফোঁটা দেন বিজেপির মহিলা সদস্যরা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিতেও ফোঁটা দেওয়া হয় ৷ উৎসর্গ করা হয় তিন কেজির লাড্ডু ৷ বাকি দাদা ও ভাইদেরও মিষ্টিমুখ করান তাঁদের বোন ও দিদিরা ৷