অজানা ভিডিয়ো কল ধরবেন না ; সতর্কবার্তা কোচবিহার পুলিশের - কোচবিহারের অতিরিক্ত জেলা পুলিশ কর্তা
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10057953-thumbnail-3x2-wb-pic.jpg)
অজানা নম্বর থেকে আসা ভিডিয়ো কল রিসিভ করতে নিষেধ করলেন কোচবিহার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদার । তিনি বলেন, "সম্প্রতি কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় পঞ্জাব-হরিয়ানা থেকে রাতের দিকে বেশ কিছু ভিডিয়ো কল আসে । ওই কল রিসিভ করলে কয়েক সেকেন্ড কথা বলতেই সেই ছবি অসাধু ব্যক্তিদের হাতে চলে যাচ্ছে । তারপর আপনার ছবি বিকৃত করে নীল ছবি বানিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠছে ।" তাই গোটা বিষয়টি সচেতন করতে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছেন জেলা পুলিশ কর্তারা । পাশাপাশি কলগুলি ট্রেস করে সংশ্লিষ্ট রাজ্যের পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে ।