আমডাঙায় তৃণমূল-আইএসএফ সংঘর্ষ , আহত 4 - west bengal assembly election 2021
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11474893-thumbnail-3x2-flag.jpg)
ষষ্ঠ দফার ভোটের দু'দিন আগে দফায়-দফায় তৃণমূল ও আইএসএফের সংঘর্ষে উত্তপ্ত হল আমডাঙা। সাধনপুর পঞ্চায়েত এলাকার কুচিয়াপাড়া 69 নম্বর বুথ এলাকার ঘটনা ৷ আজ দুপুরে এই ঘটনার জেরে আহত হয়েছেন চার জন। যার মধ্যে তিনজন আইএসএফ কর্মী ও একজন তৃণমূল সমর্থক। আহতরা আমডাঙা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। যদিও একে অপরের উপর হামলার অভিযোগ অস্বীকার করেছে দুই পক্ষ । দলীয় ব্যানার লাগানো নিয়ে এই গন্ডগোলের সূত্রপাত। আমডাঙা থানায় দুই পক্ষের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে আমডাঙ্গা থানার পুলিশ । এলাকার স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি ৷