শিল্পাঞ্চলের লড়াইটা খুব কাছে থেকে দেখা, অকপট ঐশী - Jamuria CPIM Candidate Aishe Ghosh
🎬 Watch Now: Feature Video
বাম দুর্গ জামুড়িয়ায় এখনও পর্যন্ত ঘাসফুল ফোটেনি । 2011 কিংবা 2016 সালেও বিধানসভা ভোটে জামুড়িয়ায় বাম প্রার্থী জয়ী হয়েছেন । এবারে সংযুক্ত মোর্চার প্রার্থী ছাত্র আন্দোলনের পরিচিত মুখ ঐশী ঘোষ । যদিও তিনি জামুড়িয়ার মানুষ কিংবা খনি অঞ্চলের শ্রমিকদের লড়াই এবং তাঁদের আন্দোলন নিয়ে কিছুই জানেন না বলে দাবি করছেন বিরোধীরা । কতটা আত্মবিশ্বাসী ঐশী ঘোষ ? জামুড়িয়ার বাম মাটি কি তাঁকে অতিরিক্ত সুবিধে করে দেবে ? অকপট ঐশী ঘোষ ৷