কাল ভোট, বহিরাগত এড়াতে নাকাচেকিং পাণ্ডবেশ্বরে - Naka checking in Pandobeswar to avoid outsiders
🎬 Watch Now: Feature Video
ভোটের আগের দিন পাণ্ডবেশ্বরের অজয় নদের উপর পশ্চিম বর্ধমান-বীরভূমের সীমান্তবর্তী নাকা চেকিং পোস্টে চলছে তল্লাশি । নির্বাচনের যেকোনও গন্ডগোলে বহিরাগত তত্ত্বই উঠে আসে । তাই চেকিং পোস্টে দেখা গেল দুই চাকা, চার চাকা ও বড় গাড়িগুলিকে তল্লাশির পর ছাড়া হচ্ছে । কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে তল্লাশি চালাচ্ছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ