শেষলগ্নে ময়দানে অগ্নিকন্যা, মাস্টারস্ট্রোক নাকি পরাজয়ের আশঙ্কা ?
🎬 Watch Now: Feature Video
ব্যাটেলগ্রাউন্ড নন্দীগ্রাম ৷ সকাল থেকে এ-বুথ, সে-বুথ ছুটে বেড়াতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে ৷ ভোটের তদারকি করলেন ৷ সকাল থেকে ঘরবন্দী থাকার পর হুইল চেয়ারে বসে বেরোলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নীল গাড়িতে চড়ে বেরিয়ে পড়লেন ভোটের তদারকিতে ৷ গ্রামে গ্রামে গেলেন ৷ বুথে বুথে ঘুরলেন ৷ বয়াল 2 -এর 7 নম্বর বুথে যান মমতা ৷ তিনি সেখানে যেতেই উত্তেজনা ছড়ায় বুথ সংলগ্ন চত্বরে ৷ বুথের 200 মিটারের মধ্যে ভিড় জমতে শুরু করে ৷ তৃণমূল-বিজেপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে ৷ হাতাহাতি হয় ৷ বুথের ভিতরে তখনও আটকে মমতা ৷ বাইরে বিজেপির যে সমর্থকরা ভিড় করছিলেন, তাঁদের মধ্যে অনেকেই হিন্দিতে কথা বলছিলেন ৷ মমতার অভিযোগ, এরা সবাই বহিরাগত ৷ বুথের ভিতরে বসেই ফোন করেন রাজ্যপালকে ৷ প্রায় দুঘণ্টা পরে বুথ থেকে বেরোন মমতা৷ দ্বিতীয় দফার নির্বাচনে সবার নজরে নন্দীগ্রাম ৷ সকাল থেকে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোট হয় ৷ কিন্তু, সময় গড়াতেই রাজনৈতিক তাপমাত্রা বাড়ল রাজ্যের সবচেয়ে হাইভোল্টেজ আসনে ৷ এর রেশ কোথায় পৌঁছায় সেটাই দেখার ৷