হোলির মেজাজে কৈলাশ - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021
🎬 Watch Now: Feature Video
দিনটা আজ ছুটির । ভোটের গরমের মধ্যে একটু অবসর । আজ দোল । সম্পৃতির দিন । সল্টলেকে বিজেপির হোলি মিলনে মাতলেন দলের নেতারা । আনন্দের দিনে অন্য মেজাজে পাওয়া গেল দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়কেও । গাইলেন । ক্ষণিকের জন্য কোমরও দোলালেন । ছিলেন অন্য নেতারাও । ছিলেন তাঁদের পরিবারের সদস্যরাও ।
Last Updated : Mar 28, 2021, 9:46 PM IST