জামুরিয়া বিধানসভা কেন্দ্রে ঢুকতে বাধা বাম প্রার্থী ঐশী ঘোষকে - শালডাঙায় কেন্দ্রীয় বাহিনী
🎬 Watch Now: Feature Video
আজ সপ্তম দফার ভোটে পশ্চিম বর্ধমানের জামুড়িয়া বিধানসভা কেন্দ্রে বাম প্রার্থী ঐশী ঘোষকে কেন্দ্রীয় বাহিনী বুথে ঢুকতে বাধা দিয়েছে ৷ এই অভিযোগ জানিয়ে তিনি ইটিভির প্রতিনিধিকে জানান, ওই অঞ্চলে ভোট ঠিকঠাক হচ্ছে কি না তা দেখতেই বুথে গিয়েছিলেন তিনি ৷ তাঁকে এখনও রিপোর্ট নিতে হবে ৷ তাঁর অভিযোগ, শালডাঙায় কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার খুবই খারাপ, সবাই না হলেও কেউ কেউ নির্বাচনের নিয়ম ভালো করে জানেন না। তাঁর কাছে বৈধ ক্যানডিডেট কার্ড থাকা সত্ত্বেও তাঁকে বুথে ঢোকার অনুমতি দেয়নি কেন্দ্রীয় বাহিনী ৷ কারণ তারা জানিয়েছে তারা নাকি রুল জানে না, উচ্চআধিকারিকের কাছ থেকে জানতে হবে আদৌ প্রার্থী বুথে ঢুকতে পারেন কি না ৷ ঐশীর জানান যে, এটা জানা তাদের দায়িত্ব, তাই রুল না জানলে তারা কেন বুথে রয়েছে ৷ সাংবাদিকদের কাছ থেকেও ক্যামেরা, ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানালেন তিনি। তবে তিনি চান যেন ভোট যেন ঠিকমতো হয় ৷ আর যদি গন্ডগোলের চেষ্টা করা হয়, তাহলে তিনি রুখে দাঁড়াবেন ৷ ওই ঘটনার পর শালডাঙায় পৌঁছায় কেন্দ্রীয় বাহিনীর কুইক রেসকিউ টিম।