কেমন কাটল জামুড়িয়ার ভোট ? আলোচনায় ঐশী - বিধানসভা ভোট 2021

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Apr 26, 2021, 10:36 PM IST

সপ্তম দফা নির্বাচনে যে কেন্দ্রগুলির উপর বিশেষ নজর ছিল, তাদের মধ্যে অন্যতম ছিল জামুড়িয়া ৷ জামুড়িয়ার সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী ঐশী ঘোষের দিকেই নজর ছিল সবার ৷ দিনের শেষে জামুড়িয়ার ভোটগ্রহণ নিয়ে মুখ খুললেন ঐশী ৷ তিনি বলেন, ‘‘ভোটের সারাদিন তাঁর প্রতিদ্বন্দ্বীকে দেখাই যায়নি ।’’ তিনি এও জানান, দু-একটি বুথেই মাত্র দেখা গিয়েছিল তৃণমূল প্রার্থী । তারপর তাঁকে দেখতে পাননি এলাকার মানুষজন । ঐশী অভিযোগ তুলে বলেন, "আমাদের কর্মীদের বাড়ি ঢুকে মারধর করা হয় । ভাঙচুর করা হয় বুথ অফিস । ভোটারদের বাধা দেওয়া হয় । কেন্দ্রীয় বাহিনীর তাড়া করায়, তাদের এক কর্মী ছাদ থেকে পড়ে পা ভেঙে যায় বলেও অভিযোগ করেন সংযুক্ত মোর্চার প্রার্থী ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.