শীতলকুচির ঘটনায় মমতার একার ঘাড়ের দোষ চাপালেন সায়ন্তন - মমতা বন্দ্যোপাধ্যায়
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11381192-thumbnail-3x2-sayantan.jpg)
শীতলকুচির ঘটনায় একা মুখ্যমন্ত্রী দায়ি । রবিবার ধূপগুড়িতে দলীয় এক কর্মসূচিতে এসে এই অভিযোগ করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু । তিনি আরও বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানি দিয়েছেন এবং মানুষ তা মেনে কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরেছিল । তার জবাবেই কেন্দ্রীয় বাহিনী এমনটা করেছে । আর নির্বাচন কমিশন তদন্ত করেছে ৷ এসপি,ডিআইজির বক্তব্য শুনুন । তাতেই বুঝতে পারবেন ।"