অনুব্রতকে রাবণ বলে কটাক্ষ ভারতীর - west bengal assembly election 2021
🎬 Watch Now: Feature Video
"মানুষ প্রতিশ্রুতিবদ্ধ বীরভূমের মাটি থেকে রাবণকে অচিরেই বিদায় দেবে।’’ বীরভূমের নলহাটি বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে ভোট প্রচার এসে এমনটাই বললেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ । আজ তিনি নলহাটির বাসস্ট্যান্ড থেকে নলাটেশ্বরী মন্দির পর্যন্ত রোড শো করেন ৷ সঙ্গে ছিলেন বিজেপি প্রার্থী তাপসকুমার যাদব ও বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা । নাম না করে বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে রাবণ বলে কটাক্ষ করেন তিনি। বলেন, "রাবণ বীরভূমকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে। এখানকার দামি পাথর তুলে বেচে দিচ্ছে। এখানে অবৈধ বালি খাদান, দুবরাজপুর থেকে অবৈধ কয়লার ব্যবসা হচ্ছে। মানুষ কিন্তু সব ঘটনা জানেন। তাই শুধু বিজেপি আসার অপেক্ষা। এখানে 11টি সিটেই ভারতীয় জনতা পার্টি জিতবে। রাবণ 2 মে মাথা গোঁজার জায়গা পাবে না। যে খেলা শুরু হয়েছে সেই খেলা ভারতীয় জনতা পার্টি শেষ করবে।"